ডা. দিলীপ রায় হোমিও কলেজে নবীনবরণ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৮, ২১:২৫

ফরিদপুরের বোয়ালমারীতে ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার ওই কলেজে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। তিনি বলেন, শেখ হাসিনার সরকার হোমিওপ্যাথিবান্ধব। এই সরকারের সময়ে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোতে নতুন ভবন নির্মাণসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ডা. অঞ্জলী রাণী রায়, ডা. আশিষ শঙ্কর নিয়োগী, ডা. মো. কায়েম উদ্দিন, ডা. এস.এম মিল্লাত হোসেন, ডা. আনিসুর রহমান মিন্টু, ডা. ইসরাফিল হোসেন মুন্সি, ডা. নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য প্রশান্ত সাহা, অধ্যাপক মিনু রাণী সাহা প্রমুখ।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :