আশুলিয়ায় পুড়ল শ্রমিক কলোনি

নিজস্ব প্রতিবেদক (সাভার), ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৮, ২১:৩৯

ঢাকার আশুলিয়ায় ইলেকট্রিক সট সার্কিট থেকে আগুনে একটি শ্রমিক কলোনির ষোলটি কক্ষ পুড়ে গেছে। এতে ক্ষতি হলেও কক্ষগুলো তালাবদ্ধ থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার এলাকায় হাজী রাজ্জাক হোসেনের টিনসেডের শ্রমিক কলোনিতে এই আগুন লাগে।

কলোনির শ্রমিকরা জানান, সন্ধ্যায় নিজেদের কক্ষে অগ্নিকাণ্ডের খবরে ছুটে আসেন তারা। কিন্তু ততক্ষণে কক্ষের ভেতরে থাকা সব মাল পুড়ে যায়। এখন সব হারিয়ে খোলা আকাশের নিচে অসহায়ত্ব সময় পাড় করছেন তারা।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, বিকালে বলিভদ্র এলাকায় একটি বাসা বাড়িতে অগ্নিকাণ্ডের খবরে দ্রুত ঘটনাস্থলে যান তারা। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে শ্রমিক কলোনির ছোট-বড় প্রায় ষোলটি কক্ষ পুড়ে যায়। তবে কক্ষগুলো তালাবদ্ধ থাকায় কোন হতাহাতের ঘটনা ঘটেনি।

তিনি আরো জানান, শ্রমিক কলোনির ভাড়াটিয়া কালাম মিয়ার কক্ষে ইলেকট্রিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/আইআই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :