‘মিউজিক ভিডিও না, সিনেমা বানিয়েছি’

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৮, ১০:৫৯

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

সম্প্রতি ঢাকাই সিনেমার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নবাগত পরিচালক রায়হান রাফির ‘দহন’। এই সিনেমার ‘হাজির বিরিয়ানি’ শিরোনামের গানটিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই চলছে তুমুল বিতর্ক। দেশের কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গানটিকে সেন্সর না দেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন।

সমস্ত বিষয়টা নিয়ে হতাশ ‘পোড়ামন ২’ খ্যাত নির্মাতা রায়হান রাফি। ঢাকা টাইমসকে তিনি বলেন, ‘মূল্যবোধ কতটা মূল্যবান এটা আমাদের বোঝা উচিৎ। এটা ধরে রাখার জন্য আমাদের উত্তেজনা নিয়ন্ত্রণ করাও দরকার। যারা আজকে শুধু গানটা শুনে বলছে এখানে মাদককে প্রোমোট করছে তাদের উদ্দেশ্যে বলছি, আমি একটা সিনেমা বানিয়েছি, মিউজিক ভিডিও না।’

‘এই গানের মধ্য দিয়ে মাদককে নিরুৎসাহিত করা হয়েছে। তা ছাড়া গল্পে সিয়াম কোনো হিরো নয়, আপাদমস্তক ভিলেন। একজন মাদকাসক্ত। আমরা দেখিয়েছি একজন মাদকসেবী  কী ভাবে, কী করে। সমাজ তাকে কতটা ঘৃণা করে। আশা করি, যারা শুধু গানটা নিয়ে প্রতিবাদ করছেন, পুরো ছবিটা দেখলে তারা তাদের ভুল বুঝতে পারবেন।’

এর আগে সুরকার ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘এই দেশের সব দেয়ালেই ৩০ লাখ শহীদের রক্ত লেগে আছে। সেন্সর বোর্ডের সদস্যরা এমন অশ্লীল কথার গানের ছাড়পত্র দিলে তাদের ছবি ফেসবুকে তুলে ধরা হবে। বাবা শব্দের মানে হচ্ছে ইয়াবা, বর্তমান সরকার এই মরণনেশার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। এই অসামাজিক গান বাংলাদেশে নিষিদ্ধ হোক।’

গত ১ নভেম্বর সঙ্গীতাঙ্গনের প্রতিনিধি হিসেবে গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, গায়কসহ সাত জনের একটি দল তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে দেখা করে ‘হাজির বিরিয়ানি’ গানটির ব্যাপারে অভিযোগ দেন। অভিযোগপত্রের সঙ্গে সঙ্গীতাঙ্গনের ৭১ জন গায়ক-গায়িকা, সুরকার, সঙ্গীত পরিচালক ও গীতিকারের স্বাক্ষর যুক্ত করে দেয়া হয়। গানটিকে ছবি থেকে বাদ দেয়ার আবেদনও জানান তারা।

এদিকে তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার তিন দিনের মাথায় চলচ্চিত্র সেন্সর বোর্ড ‘দহন’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বরাবর চিঠি পাঠায়। সেন্সর বোর্ড সচিব মোহাম্মদ আলী সরকার স্বাক্ষরিত এই চিঠি সোমবার পৌঁছে গেছে প্রযোজনা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুল আজিজের কাছে।

কিন্তু মঙ্গলবার সকালে অভিযোগকারী আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, ‘আমি আমার আগের ফেসবুক পোস্টগুলো তুলে নিয়েছি। আমার আপত্তি শুধু ‘হিসু’ শব্দটাতে।’

রায়হান রাফির ‘দহন’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। এই জুটির প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পায়। ছবিটি ব্যবসায়িক সফলতা পাওয়ার পাশাপাশি ব্যাপক প্রশংসিতও হয়।

ঢাকাটাইমস/০৭ নভেম্বর/আরআই/এএইচ