ঝিনাইদহে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি
 | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০১৮, ১৮:০২

ঝিনাইদহে রীনা বেগম নামে এক নারীকে হত্যার দায়ে তার স্বামী রিয়াদ মুন্সিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেয়া হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম আযম এ আদেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৩ নভেম্বর সোনাদহ গ্রামের বাসিন্দা রীনা বেগমকে অচেতন অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন করে মরদেহে আঙ্গুলের ছাপ দেখতে পায়। পরে ময়না তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, রীনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল।

এরপর পুলিশ বাদী হয়ে নিহতের স্বামী রিয়াদ মুন্সিকে আসামি করে একটি হত্যা মামলা করে। সদর থানার সেই সময়কার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আলী মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ১৯ নভেম্বর রিয়াদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল আদালত রিয়াদকে যাবজ্জীবন কারাদ- দেয়।

ঢাকাটাইমস/০৭ নভেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :