দেবের সমালোচনায় প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৮, ০৯:৩৯

কলকাতার বাংলা ছবির হালের জনপ্রিয়দের মধ্যে অন্যতম নায়ক ও প্রযোজক দেব। অভিষেক সিনেমা ‘চ্যালেঞ্জ’ থেকে শুরু করে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘হইচই আনলিমিটিড’- প্রায় সবকটিতেই তিনি আলো ছড়িয়েছেন। অ্যাকশন কিংবা কমেডি সব চরিত্রেই ফিট। কিন্তু সেই দেবের অভিনয় পছন্দ নয় ‘বুম্বাদা’ খ্যাত নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।

সম্প্রতি ভারতের প্রথমসারির একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাতকারে এক সময়ের শীর্ষ নায়ক প্রসেনজিৎ বলেন, ‘দেবের সঙ্গে দুটি ছবিতে কাজ করেছি। আরও একটিতে কাজ করার কথা চলছে। কিন্তু ওর একটা সমস্যা আছে। ও আরবান এবং কমার্শিয়াল মিশিয়ে ফেলে। এটা একটি বাজে গুণ।’

গেল পুজোয় কলকাতায় ছয়টি ছবি মুক্তি পায়। সেগুলোর মধ্যে কোন ছবিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে-এমন প্রশ্নের উত্তর দিতে গিয়েই দেবের সমালোচনায় মেতে ওঠেন প্রসেনজিৎ। তার কথায়, ‘দেব অভিনীত ‘হইচই আনলিমিটেড’ খানিকটা দেখেছি। ছবির গল্প ভালোই। তবে দেবের অভিনয় ভালো লাগেনি।’

বলিউডের উদাহরণ টেনে তিনি বলেন, ‘পাঁচ বছর অভিনয় করার পরও যদি অভিনেতারা চরিত্র হয়ে না উঠতে পারে, তবে তো ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে না। সে যত বড় তারকাই হোক। বলিউডে সালমানের সিনেমা চলে না। শাহরুখ খানের ক্যারিয়ার নিয়ে সংশয় তৈরি হয়! এটা ভাবতে পেরেছিল কেউ?’

অন্যদিকে ‘স্ত্রী’, ‘আন্ধা ধুন’, ‘বাধাই হো’ সিনেমা তিনটির প্রশংসা করে প্রসেনজিৎ বলেন, ‘দেখুন কী সব ছবিই না হচ্ছে! বলিউডের নতুন নায়কদের মধ্যে আয়ুষ্মান খুরানা এবং রাজকুমার রাও স্টারডমের সংজ্ঞাই বদলে দিয়েছে।’

ঢাকাটাইমস/০৮ নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :