‘ঢাকা টেস্টেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৮, ১১:০১

টেস্ট ক্রিকেটে আবারও চরম ব্যাটিং ব্যর্থতার প্রমাণ দিয়েছে বাংলাদেশ। সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে বিধ্বস্ত হয়ে দলের টনক নড়েছে নিশ্চয়ই?

তবে সেটা যাই হোক এই হারকে কোনো ভাবেই কৌশলগত ভুল ভাবছেন না বাংলাদেশ দলের কোচ স্টিভ রেডস। কোচের বিশ^াস, তার শিষ্যরা ঘুরে দাঁড়াবে এবং সেটা ঢাকা টেস্টেই।

বুধবার সাংবাদিকদের সামনে রোডস বলেন,‘ছেলে সবকিছু ঠিক করতে সত্যিই দৃঢ়প্রতিজ্ঞ আর বাংলাদেশের ড্রেসিংরুমের এই বিষয়টা আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে তারা আমাকে চমক দেয় এবং ঠিকই তারা ঘুরে দাঁড়ায়। আমার বিশ্বাস ছেলেরা ঘুরে দাঁড়াবে এবং সেটা পরের টেস্টেই।

তবে জিম্বাবুয়ের কাছে ১৫১ রানের এই বিশাল হারে কৌশলগত কোনো ভুল ছিল না বলে জানান বাংলাদেশ কোচ।

এই প্রসঙ্গে রোডস বলেন,‘আমাদের পরিকল্পনা বা কৌশলে কোনও ভুল ছিল না। প্রথম ইনিংসে ব্যাট করার আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। আমরা কেবল সেখানেই ঝামেলা করে ফেলেছি। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের আগে প্রায় ১৪০ রানে পিছিয়ে থাকা ছিল আমাদের জন্য বড় সর্বনাশ। মিরপুরে এই বিষয়টার দিকে সবার খেয়াল রাখতে হবে।’

(ঢাকাটাইমস/৮ নভেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :