হাসপাতাল থেকে কারাগারে খালেদা

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৮, ১১:৩০ | আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ১৩:০৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল থেকে কারাগারে নেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার পর তাকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে।

বিএসএমএমইউ সূত্র জানিয়েছে, ‘খালেদা জিয়া আগের থেকে অনেকটাই সুস্থ। তাই তাকে কারাগারে নেয়া হয়েছে। বাকিটা সংবাদ সম্মেলন করে জানানো হবে।’

হাইকোর্টের নির্দেশে গত ৬ অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ছয়তলার ৬১২ নম্বর কেবিনে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডও গঠন করা হয়।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি একটি দুর্নীতি মামলায় সাবেক এই প্রধানমন্ত্রীর পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। এর মধ্যে ওই মামলায় আপিল বিভাগে তার সাজা বেড়ে ১০ বছর হয়েছে। এছাড়া আরেকটি দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকা টাইমস/০৮নভেম্বর/এসএস/একে/এএইচ