রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৮, ১১:৫৮ | আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ১২:১০

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহী থেকে ঢাকা রুটে সকল বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর রাজশাহী থেকে কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।

পরিবহন নেতারা বলছেন, নাটোরে বাস শ্রমিকের ওপর হামলার ঘটনায় এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। অন্য রুটে চলছে। তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর দাবি, শুক্রবার রাজশাহীর ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

মিনু বলেন, ঐক্যফ্রন্টের জনভাকে কেন্দ্র করে ঢাকা এবং সিলেটেও একইভাবে বাস বন্ধ হয়েছিল। এ ব্যাপারে তারা দুপুরে সংবাদ সম্মেলন করবেন। সেখানে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

জানতে চাইলে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার বলেন, নাটোরে শ্রমিকদের সাথে ঝামেলা হওয়ার কারণে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অন্য রুটে বাস চলছে। সমস্যার সমাধান হলে আবারও রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল করবে।

ঢাকাটাইমস/০৮নভেম্বর/আরআর/ওআর