খালেদাকে কারাগারে পাঠানো বেআইনি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৮, ১৬:৪৫
ফাইল ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেডিকেল বোর্ডের আপত্তি সত্ত্বেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কারাগারে নেয়া হয়েছে এমন অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ‘চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। কিন্তু সম্পূর্ণ অন্যায় ও বেআইনিভাবে তাকে কারাগারে নেয়া হয়েছে।’

বৃহস্পতিবার পুরাতন কারাগারে স্থাপিত ঢাকার নবম বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত থেকে বেরিয়ে কারাফটকে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য গত ৬ অক্টোবর বঙ্গবন্ধু মেডিকেলে আনা হয়েছিল। এক মাস দুই দিন পর বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে কারাগারে নেয়া হয়।

মির্জা ফখরুল বলেন, ‘সম্পূর্ণ অন্যায় ও বেআইনিভাবে বেগম খালেদা জিয়াকে বিএসএমএমইউ থেকে বের করে আদালতে নিয়ে আসা হয়েছে। আমরা জানতে পেরেছি মেডিকেল বোর্ডের যারা চিকিৎসার দায়িত্বে ছিলেন তারা ছাড়পত্র দেননি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। এই বিষয়টিকে অগ্রাহ্য করে সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে কারাগারের আদালতে নিয়ে এসেছে। তাকে আবার এই কারাগারেই রেখে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

ফখরুল বলেন, ‘আমরা কারা অভ্যন্তরে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু আদালত সময় দেননি।’

এ সময় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :