‘নগরায়ন বাড়লেও বাসযোগ্যতা হারাচ্ছে নগর’

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৮, ২০:০৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের নগরায়ন বৃদ্ধিতে আনন্দের পাশাপাশি উদ্বেগও আছে জানিয়ে বাসযোগ্য নগর গড়তে পরিকল্পিত নগরায়নের প্রতি গুরুত্বারোপ করেছেন বিশিষ্টজনেরা। তারা বলছেন, নগর ব্যবস্থাপনা পরিকল্পিত হওয়ার কথা থাকলেও আমাদের সেখানে অনেক ঘাটতি রয়েছে। এর ফলে নগরায়ন বৃদ্ধি পেলেও নগরগুলো বাসযোগ্যতা হারাচ্ছে। এক্ষেত্রে নগর পরিকল্পনাবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন তারা।

বৃহস্পতিবার রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত ‘সমসাময়িক পরিকল্পনা ভাবনা’ শীর্ষক বিশ্ব নগর পরিকল্পনা দিবসের আলোচনায় এই অভিমত দেন বক্তারা। প্রতি বছরের ৮ নভেম্বর দিবসটি পালিত হয়ে আসছে।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘নগরের পরিধি বৃদ্ধির বিষয়ে ধারণাগত বিষয়গুলো আরও স্পষ্ট হওয়া প্রয়োজন। শহরের সুষম অর্থনৈতিক উন্নয়ন জরুরি। একদিকে অতি ধনী অন্য দিকে অতি দরিদ্র হলে নগর সৌন্দর্য হারায়, হারায় সামঞ্জস্য। পরিকল্পিত নগরায়নের ক্ষেত্রে নগরের বাসযোগ্যতা, নাগরিকদের মানসিক স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ। কিন্তু বিদ্যমান পরিকল্পনায় এসব বিষয় অনেক ক্ষেত্রেই উপেক্ষিত। এ অবস্থা থেকে বেরিয়ে এসে পরিকল্পিত ও সুষম উন্নয়ন হলেই সেটা হবে টেকসই নগর।’

বিআইপি’র সভাপতি অধ্যাপক একেএম আবুল কালামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিআইপির সাবেক সভাপতি অধ্যাপক গোলাম রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আখতার মাহমুদ, ব্র্যাকের কর্মসূচি প্রধান হাসিনা মোশারেফা, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি অমিতোষ পালসহ আরও অনেকে আলোচনায় অংশ নেন। বিআইপি’র সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান আলোচনায় সঞ্চালনা করেন।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/আরকে/জেবি)