তফসিলকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন আ. লীগ

ওয়াশিংটন প্রতিনিধি
 | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৮, ০৯:০৮
বৃহস্পতিবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কে এম নূরুল হুদা

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ঘোষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ। এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির নেতারা বলেছেন, ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন উৎসবমূখর হবে।’

তারা বলেন, ‘একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠ ও অংশগ্রহণমূলক করার লক্ষে কমিশন ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এবং সুশীলদের মতামত নিয়ে ভোটের আয়োজন করতে যাচ্ছে। এছাড়া আওয়ামী লীগ প্রায় সব দলের সঙ্গেই সংলাপ করে তাদের নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।’

নেতারা আরও বলেন, ‘নির্বাচনে ব্যাপক সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের ঘোষণা খুবই ইতিবাচক। সকল দল সহযোগিতা করলে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব। যেটা দেশ-বিদেশে সমাদ্রিত হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই। আমরা মনে করি, সংবিধানের মধ্যে থেকেই সবার জন্য গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজন করতে পারবে বর্তমান কমিশন।’

বিবৃতিতে স্বাক্ষর করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি সাদেক খান, ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসাইন, জ্যেষ্ঠ সহ-সভাপতি শিব্বীর আহমেদ, সহ- সভাপতি জিআই রাসেল, সহ-সভাপতি মজিবুর রহমান খান, সহ-সভাপতি আকতার হোসাইন, সহ-সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক এম নবী বাকী, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক সোহেল আলমগীর, যুগ্ম সম্পাদক মনির পাটোয়ারী ও প্রচার সম্পাদক শামীম হায়দার প্রমুখ।

ঢাকা টাইমস/০৯ নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :