আবারও পর্তুগালের দলে নেই রোনালদো

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৮, ১১:২৫

উয়েফা নেশন্স লিগের জন্য দল ঘোষণা করেছে পর্তুগাল। কিন্তু আবারও দলে নেই সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই ম্যাচের একটিতেও রাখা হয়নি পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারকে।

উয়েফা নেশন্স লিগে ১৭ নভেম্বর ইতালি এবং তার তিনদিন পর পোল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। দুই ম্যাচের জন্য রোনালদোকে ছাড়া দল ঘোষণা করেছেন পর্তুগিজ কোজ ফার্নান্দো সান্তোস। আসন্ন লিগে দলে দুই ডিফেন্ডার জোসে ফন্তে এবং রাফায়েল গেরেইরোকে ফিরিয়েছেন সান্তোস। এছাড়াও দলে রাখা হয়েছে দুই মিড ফিল্ডার আন্দ্রে গোমেস এবং জোয়াও মারিওকে।

শেষ জাতীয় দলের হয়ে রাশিয়া বিশ^কাপে খেলেছিলেন রোনালদো। বিশ^কাপের শেষ ষোল থেকে বাদ পড়ার পর থেকে তাকে ছাড়াই দল সাজাচ্ছেন কোচ সান্তোস।

বিশ^কাপের পরপরই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লেখান রোনালদো। বর্তমান ইতালির ক্লাবটির হয়ে খেলতে তুরিনেই আছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। এছাড়া পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ১৫৪টি ম্যাচ খেলে ৮৫টি গোল করেছেন এই ফরোয়ার্ড।

(ঢাকাটাইমস/৯ নভেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :