রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ চলছে

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৮, ১৫:৪০ | আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ১৬:০৫

ব্যুরো প্রধান, রাজশাহী

নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।  শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সমাবেশ শুরু হয়। দুপুর সোয়া ২টার পর্যন্ত মাঠে জনসমাগম ছিল খুবই কম।

এদিকে সমাবেশ শুরুর পর ঐক্যফ্রন্টের স্থানীয় ও নেতারা বক্তব্য দিতে শুরু করেছেন। বেলা আড়াইটার দিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য দিচ্ছিলেন। বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরাও মিছিল নিয়ে মাঠে ঢুকতে শুরু করেছেন।

ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগের সমন্বয়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সমাবেশে সভাপতিত্ব করছেন।

 

 

সমাবেশে উপস্থিত আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, বিকল্পধারার মহাসচিব শাহ আহমদ বাদল, গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদসহ ঐক্যফ্রন্টের নেতারা।

তবে ঐক্যফ্রন্টের বিভিন্ন দলের শীর্ষ নেতারা এখনও জনসভাস্থলে আসেননি। কিছুক্ষণের মধ্যে তারা এসে তাদের বক্তব্য শুরু করবেন তবে ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন অসুস্থ্যতার কারণে সমাবেশে আসবেন না বলে জানা গেছে।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন সমাবেশ পরিচালনা করছেন।

ঢাকাটাইমস/০৯নভেম্বর/আরআর/ওআর