সিরিজ বাঁচাতে পাকিস্তানের দরকার ২১০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৮, ২০:৪৩

পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২০৯ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। সুতরাং, জিততে হলে পাকিস্তানকে করতে হবে ২১০ রান। সিরিজের প্রথম ম্যাচে ৪৭ রানে হেরেছিল পাকিস্তান। সুতরাং, সিরিজ বাঁচাতে হলে আজ তাদের জয়ের কোনো বিকল্প নেই। অবশ্য ম্যাচটি ড্র হলে বা কোনো কারণে পরিত্যক্ত হলে সেটা ভিন্ন কথা।

শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৮৬ রান করে অপরাজিত থাকেন রস টেইলর। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন হেনরি নিকোলস। ২৮ রান করেন জর্জ ওয়ার্কার। পাকিস্তানের বোলারদের মধ্যে শাহীন শাহ আফ্রিদি ৪টি, হাসান আলী ২টি, মোহাম্মদ হাফিজ ১টি ও শাদব খান ১টি করে উইকেট শিকার করেন।

ওয়ানডে সিরিজের আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। ওয়ানডে সিরিজ শেষ হবে আগামী ১১ নভেম্বর। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

(ঢাকাটাইমস/৯ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :