দিনাজপুরে অস্ত্রসহ জেএমবির তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
| আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১২:৪০ | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৮, ০৯:৩৮

অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন, আব্বাস আলী (৭০), আব্দুর রহমান বাবু (৩০) ও আব্দুর রহমান পিন্টু (২৩)। দিনাজপুর জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।

তিনি বলেন, শনিবার ভোরে শহরের রাজবাড়ির সুখসাগরের পূর্বপাড়ে নাশকতা পরিকল্পনা করার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা উত্তরবঙ্গের জেএমবির সামরিক কমান্ডার রাজিব গান্ধি ওরফে জাহাঙ্গিরের সহযোগী। এছাড়াও হলি আর্টিজান হামলা, ইতালীয় নাগরীক পিয়েরো পারোলারী হত্যার চেষ্টা ও কাহারোলে ইসকন মন্দিরে হামলার তালিকাভূক্ত আসামি। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলিসহ বিপুল পরিমান বোমা বানানোর সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ঢাকাটাইমস/১০নভেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :