বিশ্বব্যাপী স্মার্টফোনের চাহিদা কমেছে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৮, ১০:০১

ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারকে পেছনে ফেলে বিগত কয়েক বছরে স্মার্টফোনের বাজার ছিল তুঙ্গে। গত কয়েক বছর ধরেই ক্রমশ উর্ধমূখী হয়েছে স্মার্টফোনের চাহিদা। অবশেষে সেই চাহিদায় ভাঁটা পড়ল। ২০১৮ সালে এই প্রথম সারা দুনিয়ায় স্মার্টফোনের চাহিদা কমেছে। সম্প্রতি এই সমীক্ষার রিপোর্টে এই কথা জানিয়েছে বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট।

সম্প্রতি শেষ হওয়া এই সমীক্ষা রিপোর্টে কাউন্টারপয়েন্ট জানিয়েছে ২০১৮ সালের শেষে সারা বিশ্বে স্মার্টফোনের চাহিদা কমবে ১.৩ শতাংশ। এই প্রথম স্মার্টফোনের ইতিহাসে চাহিদা কমতে দেখা গেল।

গত বছরের শেষ দিক থেকে সব স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থার বিক্রি কমতে শুরু করে। ২০১৭ সাল থেকে শুরু করে এখনো একইভাবে কমে চলেছে স্মার্টফোন চাহিদা।

সম্প্রতি আইফোন এক্স থেকে অ্যাপলের স্মার্টফোনের দাম এক ধাপে অনেকটা বাড়ানো হয়েছে। একবার ফোন কিনলে সেই ফোন অনেক বেশিদিন ব্যবহার করতে চাইছেন গ্রাহক। এর ফলেই ক্রমশ কমছে বিশ্বব্যাপী স্মার্টফোনের ব্যবহার।

এছাড়াও ভারতসহ দক্ষিণ এশিয়া ও ল্যাটিন আমেরিকার একাধিক দেশে হঠাৎ করে মুদ্রার দাম কমে যাওয়ার কারণে বেড়েছে ডলারেরর দাম। তাই দাম বেড়েছে স্মার্টফোনে। আর তার প্রভাব সরাসরি পড়েছে স্মার্টফোন বাজারে।

একজন গ্রাহক একটি স্মার্টফোন কিনলে সেটি বেশিদিন ব্যবহার করার চিন্তা ভাবনা করেন। এতে করে স্মার্টফোনের চাহিদা কিছুটা কমেছে।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :