টিপস

হোয়্যাটসঅ্যাপে নম্বর বদলের সুযোগ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৮, ১০:০৪

বিভিন্ন কারণে আমাদের নম্বর বদল করতে হয়। সেক্ষেত্রে পুরনো নম্বরে থাকা হোয়্যাটসঅ্যাপ অ্যাকাউন্টের সব চ্যাট আগে ডিলিট হয়ে যেত। এখন নম্বর বদল করে একই চ্যাট রেখে দেওয়া সম্ভব। এর জন্য সম্পপ্রতিও নতুন ফিচার যোগ হয়েছে জনপ্রিয় মেসেজিং সার্ভিস। এবার ফোনে নতুন সিম কার্ড ঢোকালেও পুরনো চ্যাট সব একই থেকে যাবে। হোয়্যাটসঅ্যাপে নম্বর বদল করার উপায় দেখে নেওয়া যাক।

অ্যানড্রয়েড স্মার্টফোন থেকে হোয়্যাটসঅ্যাপে নম্বর বদল করুন

স্টেপ ১। নতুন সিম কার্ড ফোনে ঢোকান।

স্টেপ ২। হোয়্যাটসঅ্যাপ ওপেন করুন

স্টেপ ৩। WhatsApp > Menu Button > Settings এ গিয়ে কোন নম্বরে হোয়্যাটসঅ্যাপ রেজিস্টার করা আছে দেখে নিতে পারবেন।

স্টেপ ৪। WhatsApp > Menu Button > Settings > Account > Change Number এ যান।

স্টেপ ৫। উপরে আগের নম্বর দিন।

স্টেপ ৬। নিচে নতুন নম্বর দিন।

স্টেপ ৭। হয়ে গেলে Done সিলেক্ট করুন।

স্টেপ ৮। নতুন নম্বর ভেরিফাই করতে বলবে।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :