৮৩০ সিসির বাইক আনছে রয়েল এনিফিল্ড

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৪:৫৯ | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৮, ১৪:৫০

এই প্রথম ববার স্টাইল মোটরসাইকেল আনছে রয়েল এনফিল্ড। এতে থাকছে ৮৩০ সিসির শক্তিশালী ইঞ্জিন।

২০১৮ সালে আত্মপ্রকাশের আগে নিজেদের ববার স্টাইল কনসেপ্ট মোটরসাইকেল নিয়ে আলো আঁধারি খেলা জারি রাখল রয়্যাল এনফিল্ড। নতুন ছবিতে হলুদ আলোর সামনে শিলোয়েটে ফুটে উঠেছে মোটলসাইকেলটির অবয়ব।

রয়্যাল এনফিল্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, সাধারণ মোটরসাইকেলের থেকে বেশ কিছুটা লম্বা এই নতুন মোটরসাইলেকের হুইলবেস। বসতে পারবেন একজনই। সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। সঙ্গে ঝলমল করছে এলইডি ডেটাইম রানিং লাইট। পিছনে রয়েছে টুইন একজস্ট ও মোনোশক সাসপেনশন।

ওদিকে ফাঁস হয়েছে মোটরসাইকেলটির ইঞ্জিনের স্পেসিফিকেশনস। সেই খবর অনুসারে রয়্যাল এনফিল্ডের সব থেকে বড় ইঞ্জিন থাকবে এই মোটরবাইকে। থাকবে ৮৩০ সিসি টুইন ভি ইঞ্জিন। যা থেকে মিলবে ৮০-৯০ হর্সপাওয়ার। রয়্যাল এনফিল্ডের জন্য ইঞ্জিন তৈরি করবে পোলারিস ইন্ডাস্ট্রিজ।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :