টাঙ্গাইলে বিএনপির মনোনয়ন প্রত্যাশীসহ ৪ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৮, ১৮:০৭

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা বিএনপির আহবায়ক শুকুর মাহমুদসহ ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুকুর মাহমুদ (৬৫) এবার টাঙ্গাইল-৪ কালিহাতী সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

শনিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরের দিকে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আরিফ হোসেন(৩২), উপজেলা বিএনপি নেতা লিয়াকত আলী মন্ডল (৫৮) ও নাগবাড়ী ওয়ার্ড বিএনপির আহবায়ক আলমগীর হোসেন (৩৪)।

এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে কিছু দুস্কৃতিকারী নাশকতার মামলায় এলেঙ্গা পুরাতন পৌর ভূমি অফিসের ভেতর থেকে গত ৮ নভেম্বর ভোরে বিএনপির ৬ নেতাকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় শনিবার ভোরে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভপতি ও বর্তমান কমিটির আহবায়ক শুকুর মাহমুদসহ বিএনপির ৪ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরের দিকে তাদেরকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/১০নভেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :