‘চিন্তার জায়গা ব্যাটিং’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৮:৩৪ | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৮, ১৮:১৫

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। ঘরের মাঠে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। তাই চাপ কাটিয়ে মিরপুর টেস্টে ভালোভাবেই ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা। আজ (শনিবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানান টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমরা সব প্রতিপক্ষকে সমানভাবে দেখি। ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে যেভাবে দেখি জিম্বাবুয়েকেও একই চোখে দেখি। কারণ মাঠে গিয়ে ভালো খেলাটাই মূল লক্ষ্য। সেটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনারও খারাপ লাগবে। কারণ আপনি দেশের হয়ে ভালো করতে পারছেন না। এটা সবাইকে অনেক পীড়া দেয়। দ্বিতীয় ম্যাচ নিয়ে আমরা সবার সঙ্গে কথা বলেছি, টিম ম্যানেজমেন্টের সঙ্গেও আলাপ হয়েছে। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। এখানে জয় ছাড়া অন্য কোনো সুযোগ নেই।’

সিলেটে ব্যাটিং ব্যর্থতাই ডুবিয়েছে বাংলাদেশকে। সীমিত ওভারের ফরম্যাটের মতো মেরে খেলতে গিয়ে সবাই উইকেট বিলিয়ে দিয়েছেন। যার ফলাফল ১৫১ রানের হার। টেস্ট ক্রিকেটে এমন ব্যাটিং ব্যর্থতা কতটা নাড়া দিয়েছে বাংলাদেশের ড্রেসিংরুমকে? জবাবে অধিনায়ক বলেন, ‘সিলেটের ম্যাচের পর আমরা সব খেলোয়াড় একত্রে বসেছিলাম। ওই ম্যাচে আমাদের কী ইতিবাচক ব্যাপার ছিল, কোথায় খারাপ করেছি এই জিনিসগুলো পয়েন্ট আউট করেছি। কিছু জায়গায় যদি শক্ত থাকতে পারি তাহলে আমরা ভালো পারফরম্যান্স করতে পারব। কিন্তু আমাদের আসল চিন্তার জায়গা ব্যাটিং। এই জায়গায় আমরা অন্য ফরম্যাটে যতোটা ভালো করতে পারছি, টেস্ট ক্রিকেটে ততোটা ভালো করতে পারছি না। এটাই আমাদের সবচেয়ে বড় চিন্তা। আবার আমরা যদি খুব বেশি চিন্তা করি তাহলে চাপটা আমাদের উপরেই পড়বে। আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। আমরা যদি ওই জিনিসটা করতে পারি তাহলে আমাদের ভালো করার সুযোগ থাকবে।’

ঘুরে দাঁড়ানোর ম্যাচে কৌশলগত পরির্বতনও আনবে বাংলাদেশ। কৌশল পরির্বতন প্রসঙ্গে মহমুদউল্লাহ বলেন, ‘সবার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থাকে। খেলোয়াড়রা নিজে থেকেও চিন্তা করে, দলও চিন্তা করে। আমার মনে হয়, আমাদের দেশের খেলোয়াড়রা হৃদয় দিয়ে খেলে। সবাই দেশের জন্য খেলে, সবসময় ১০০ ভাগ দিয়েই খেলে। এই টেস্টে আমরা ১২০ ভাগ দিয়ে খেলব। তবে এই ম্যাচে আমরা কিছু পরিবর্তন করতে পারি। আপনারা কাল (আজ) দেখতে পাবেন। কিছু পরিবর্তন আসবে।’

মিরপুর টেস্টে পরির্বতন হতে পারে মুশফিকুর রহিমের ব্যাটিং পজিশন। মূলত বাড়তি বিশ্রামের সুযোগ দিয়ে সেরা পারফর্ম বের করার জন্য পাঁচে বা ছয় নম্বরে নামানো হতে পারে তাকে। মুশফিকের পজিশন পরির্বতন নিয়ে অধিনায়ক বলেন, ‘মুশফিক উইকেটকিপিং করে। আমার কাছে মনে হয়, তাঁর জন্য পাঁচ বা ছয়ই সেরা ব্যাটিং পজিশন হবে। কারণ আপনি যদি প্রায় ৮০-৯০ ওভার কিপিং করেন এবং পরে আবার ব্যাটিং করেন তাহলে সেটা কঠিন। তাই তাঁকে একটু সময় দেয়া ভালো হবে। আর টিম ম্যানেজমেন্টও এই বিষয়টি সেভাবে চিন্তা করছে যে হয়তো ওকে যদি একটু সময় দেয়া হয় তাহলে সে একটু বিশ্রামের সুযোগ পাবে। এটা তাঁর ব্যাটিংয়ের জন্য ভালো হবে। তাছাড়া ওর ব্যাটিংটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমরা চিন্তার মধ্যে আছি। সম্ভবত এই বিষয়গুলো আমরা আজকের (গতকাল) মধ্যেই সমাধান করব।’

ব্যাটিংয়ে চিন্তার পাশাপাশি মিরপুরের উইকেটও ভাবাচ্ছে বাংলাদেশকে। কারণ মিরপুরের উইকেট আনপ্রেডিক্টেবল। উইকেটের প্রসঙ্গ টেনে মাহমুদউল্লাহ বলেন, ‘মিরপুরের উইকেট সবসময়ই আনপ্রেডিক্টেবল। আপনি যেটা প্রত্যাশা করবেন সেটা না হলে আপনাকে মানিয়ে নিতে হবে। আমরা এই ম্যাচে যাচ্ছি মাথা শূন্য করে। পিচ, কন্ডিশন যেমন হবে সেই অনুযায়ী খেলার চেষ্টা করব।’

ঘরের মাঠে ১৭ বছর পর জিম্বাবুয়ের কাছে এমন হার। এখন সিরিজ হারের শঙ্কা। এ বিষয়টা কতটা চাপ হিসেবে নিচ্ছেন অধিনায়ক? এমন প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেন, ‘সত্যি কথা বলতে প্রথম ম্যাচে পরাজয়ের কথা এখন চিন্তা করছি না। কারণ আপনি যদি নেতিবাচক চিন্তা বেশি করেন তাহলে হয়তো আটকে যেতে পারেন। সুতরাং আমরা নিজেদেরকে ইতিবাচক রাখার চেষ্টা করার পাশাপাশি ইতিবাচক চিন্তাও করছি যেন আমরা ভালো ক্রিকেট খেলে ম্যাচটি জিততে পারি।’

প্রথম টেস্টের দুই ইনিংসে দলের পাশাপাশি জ্বলে উঠতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসেও তার ব্যাট থেকে আসে মাত্র ১৬ রান। ব্যক্তিগত ব্যাটিং নিয়ে আলাদাভাবে মনোযোগ দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আপনাকে ভালো অধিনায়ক হতে হলে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আর আমি এটি সবসময় বিশ্বাস করি এবং চেষ্টাও করি মাঠে এবং মাঠের বাইরে যেন আমি এই দিক থেকে এগিয়ে থাকতে পারি। যেহেতু সবার আগে একজন ব্যাটসম্যান, সুতরাং ব্যাটিংয়ে যেন অবদান রাখতে পারি সেটা একটি চিন্তা থাকে। গত তিন-চারটি ম্যাচে আমার ভালো কোনো ইনিংস নেই। সুতরাং অবশ্যই আমি আমার পারফরম্যান্স নিয়ে চিন্তা করছি এবং আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব এই ম্যাচে যেন আমি আমার দলকে ভালো কিছু দিতে পারি।’

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :