নির্বাচনে আসা ছাড়া বিএনপির বিকল্প নেই:তোফায়েল

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৮, ২১:৪৮

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি যত কথা বলুক এবং যত শর্ত দিক- নির্বাচনে আসা ছাড়া তাদের কোনো বিকল্প নেই। তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা চায় একটি উপদেষ্টামণ্ডলীর সরকার, তারা চায় সংসদ ভেঙে দিয়ে নির্বাচন হোক, যেটা সংবিধানে নেই। তাদের এসব দাবি সংবিধান পরিপন্থী। তারা জনসভা করতে পারবে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তাদের কাউকে গ্রেপ্তার করা হবে না।’

শনিবার দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘২০০১ সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর ভোলায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা বাড়িতে থাকতে পারে নাই। তাদেরকে ঢাকায় গিয়ে থাকতে হয়েছে। এমনকি বাবা-মায়ের মৃত্যুর পর জানাজায় পর্যন্ত আসতে পারে নাই। আবার যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে দেশের কি অবস্থা হবে তা কেউ ভাবতে পারবে না। সুতরাং প্রত্যেকটা ঘরকে আওয়ামী লীগের দুর্গে পরিণত করতে হবে।’

সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও যুদ্ধাপরাধীদের বিচার করে বাংলাদেশকে তিনি কলঙ্কমুক্ত করেছেন।’

ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আনোয়ারা তোফায়েল, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :