সুনামগঞ্জ-৩

নৌকার মনোনয়ন চান কালাম

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০৮:৩৫ | আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৯:০৬

সুনামগঞ্জ প্রতিনিধি
গণসংযোগ করছেন মনোনয়ন প্রত্যাশী কালাম

আসনের অর্থ ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সুনামগঞ্জ-৩ আসনে প্রয়াত আওয়ামী লীগ নেতা আবদুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ আজাদ ডন মনোনয়ন চান এবার। তার সঙ্গে আবার গাটছাড়া বেঁধেছেন সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম। দুই জন মিলে ঠেকাতে চাইছেন অর্থ প্রতিমন্ত্রীকে।

বৃহস্পতিবার বিকালে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে আওয়ামী লীগের কর্মিসভায় নেতাকর্মীরা উপরোক্ত দুই জনের একজনকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন।

আবুল কালাম চান তাকে বা ডনকে যেন নৌকা প্রতীক দেয়া হয়। তার দাবি, এম এ মান্নানকে দিলে নৌকার জয় নিশ্চিত করা যাবে না।

কালাম বলেন, ‘আমরা নৌকা মার্কার লোক, জয় বাংলার লোক। আমরাই মূল আওয়ামী লীগ। রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হয়। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। গ্রামের পর গ্রাম ঘুরে মানুষকে সংগঠিত করেছি। আমরা চাই শেখ হাসিনার বিজয়। আমি আজিজুস সামাদ আজাদ ডন দলীয় মনোনয়ন চাইব। দুই জনের মধ্যে প্রধান মন্ত্রী যাকেই মনোনয়ন দেন তার পক্ষেই কাজ করবে সবাই।’

তবে আসনটিতে অর্থ প্রতিমন্ত্রীর অবস্থানও সুদৃঢ়। দলের ভেতরে তো বটেই, জনগণের মধ্যেও তার প্রশংসা রয়েছে। প্রতিমন্ত্রী থাকাকালে তিনি বিতর্কিত হওয়ার মতো কিছু করেননি। ফলে খুব একটা সমালোচনাও নেই।

তবে আওয়ামী লীগের কর্মিসভায় এমএ মান্নানকে উদ্দেশ্য করে কালাম বলেন, ‘অরাজনৈতিক ব্যক্তি দিয়ে দলের ক্ষতি হয়েছে, মানুষ বিরক্ত। আজিজুস সামাদ ডন ও আমি একই উদ্দেশ্য নিয়ে লড়ছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। বিজয় আমাদের হবেই।’

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম বলেন, ‘আমরা মনে করি প্রয়াত নেতা আব্দুস সামাদ আজাদের সন্তান আজিজুস সামাদ ডনকে দিয়ে নৌকার বিজয় সম্ভব।’

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক শহীদুর রহমান শহিদ, জগলুল হায়দার, আব্দুন নুর খান, পূর্ব বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, শিমুলবাক ইউনিয়নের সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক ইমান উদ্দিন, আলী আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, তাঁতী লীগের সভাপতি গোলাম মোস্তফা, যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, যুবলীগ নেতা কেশব দেব, ছাত্রলীগ নেতা সোহান, অসীম পাল, আসাদ আবেদিন, রুমন আহমদ প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

ঢাকা টাইমস/১১ নভেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি