শাকিব ও শামীমের নামে নালিশ

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১১:০৬ | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৮, ১০:৫৯
নায়ক শাকিব খানের সঙ্গে পরিচালক শামীম আহমেদ রনি

দেশসেরা নায়ক শাকিব খান ও পরিচালক শামীম আহমেদ রনির বিরুদ্ধে চলচ্চিত্র সংশ্লিষ্ট তিনটি সমিতিতে লিখিত অভিযোগ জানিয়েছেন দুই বিনোদন সাংবাদিক জিয়া উদ্দীন আলম ও সুদীপ্ত সাঈদ খান। শনিবার দুপুরে তারা প্রথম অভিযোগপত্রটি পাঠান বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতিতে(বাচসাস)। পরে একই দিন সন্ধ্যায় একই অভিযোগপত্র পৌছে যায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে।

অভিযোগপত্র পাওয়ার পর বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি আব্দুর রহমান বলেন, ‘এ ব্যাপারে কী করা যায় সেটা রবিবার মিটিং করে সিদ্ধান্ত নেয়া হবে।’ অন্যদিকে বাংলাদেশ পরিচালক সমিতির পক্ষ থেকে অভিযোগপত্র গ্রহণ করেন মহাসচিব বদিউল আলম খোকন এবং শিল্পী সমিতির পক্ষে গ্রহণ করেন এটির সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খান।

অভিযোগপত্রের লিখিত বিবরণীতে বলা হয়েছে, ‘গত ৮ নভেম্বর, বৃহস্পতিবার বিএফডিসিতে ‌‌‘শাহেনশাহ’ চলচ্চিত্রের শুটিং চলছিল। বিকালের দিকে শাকিব খানের সঙ্গে সিনে ডিরেক্টরিয়াল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিডাব) সদস্যদের বিরোধ বাঁধে। যেটা প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায়। পেশাগত দায়িত্বের কারণে সেই পরিস্থিতির ছবি ও ভিডিও ধারণ করতে গেলে শাকিব খান নিজে সাংবাদিক জিয়া উদ্দীন আলম ও সুদীপ্ত সাইদ খানের ওপর চড়াও হন। উপস্থিত সাংবাদিকদের তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তাদের শারীরিকভাবে লাঞ্ছিত ও অপমানিত করেন।’

আরও বলা হয়, ‘ঘটনার এক পর্যায়ে শাকিব খান সাংবাদিকদের মোবাইল জোরপূর্বক কেড়ে নেন। মোবাইল থেকে সেই ঘটনার ছবি, ভিডিও এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ফাইলও মুছে দেন। এ কাজে তাকে সহায়তা করেন ‘শাহেনশাহ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনি, প্রযোজক লিটন হাশমী ও সহকারী পরিচালক পূজনসহ অনেকে। শুধু পেশাগত কাজে বাধা দেয়াই নয়, ঘটনার পরে বিভিন্ন গণমাধ্যমে ঘটনাটির মিথ্যা ব্যাখ্যা দিয়ে এটিকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেন শাকিব খান।’

ঢাকা টাইমস/১১ নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :