এলো অ্যানড্রয়েড ক্যামেরা

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৮, ১৫:৪৯

এই প্রথম বাজারে এলো অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ক্যামেরা। এটি বাজারে এনেছে চীনের ইয়ংনুয়ো নামের একটি প্রতিষ্ঠান। মডেল ওয়াইএন ৪৫০। এই ক্যামেরায় ব্যবহার করা যাবে ক্যাননের যে কোনো লেন্স।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ক্যামেরার ঝলক। বিশেষজ্ঞরা বলছেন ক্যামেরা প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে দিল এই ইয়ংনুয়ো।

অ্যানড্রয়েড চালিত এই ক্যামেরার বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ফাঁস হওয়া তথ্য অনুসারে ক্যামেরায় রয়েছে ফোর থার্ড সেন্সর। এছাড়া রয়েছে কোয়ালকমের অক্টাকোর প্রসেসর। ক্যামেরাটি অ্যানড্রয়েড ৭.১ অপারেটিং সিস্টেমে চলবে।

ক্যামেরায় রয়েছে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ। যা মোমরি কার্ড ব্যবহার করে আরও ৩২ জিবি বাড়ানো যাবে।

ইয়ংনুয়ো ওয়াইএন৪৫০ মডেলের ক্যামেরাটি দিয়ে ১৬ মেগাপিক্সেল রেজুলেশনের ছবি তোলা যাবে। উঠবে ৩০ এফপিএস ফোরকে ভিডিও। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা যাবে সেলফি।

ক্যামেরাটির পেছনে রয়েছে ৫ ইঞ্চির মাল্টিটাচ ডিসপ্লে। থাকবে স্টিরিও মাইক, ৩.৫ এমএম হেডফোন জ্যাক। ডুয়াল এলইডি ফ্ল্যাশ ও ৪০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি।

ডিএসএলআরকে যেমন টক্কর দিয়েছে মিররলেস ক্যামেরা তেমনই ভবিষ্যতে মিররলেস ক্যামেরাকে টক্কর দিতে পারে এই নতুন প্রযুক্তি। স্মার্টফোনের ক্যামেরায় অপটিক্যাল জুম নেই বলে যারা অভিযোগ জানিয়ে আসছিলেন তাদের অভিযোগের জবাব দিতে এলো এই অ্যানড্রয়েড ক্যামেরা।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা