তিন নাটকের শুটিংয়ে শিলংয়ে তানভীর

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ১৬:০৮

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস

তিনটি নাটকের শুটিং করতে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে গেলেন ছোটপর্দার পরিচিত মুখ গোলাম কিবরিয়া তানভীর। নাটকগুলো হচ্ছে ‘তুমি দাঁড়িয়ে’, ‘আকাশ বেশি দূরে নয়’ এবং ডেসটিনেশন’। রবিবার রাত ১১ টার ফ্লাইটে এ তিন নাটকের শুটিংয়ে শিলং যান অভিনেতা। সেখানকার বিভিন্ন লোকেশনে টানা পাঁচ দিন শুটিং করবেন বলে জানান তানভীর।

তিনটির মধ্যে ‘তুমি দাঁড়িয়ে’ এবং ‘আকাশ বেশি দূরে নয়’নাটক দুটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। এই নাটক দুটির গল্প রচনা করেছেন সাজিন আহমেদ বাবু। অন্যদিকে ‘ডেসটিনেশন’ নাটকটি নির্মাণের দায়িত্বে আছেন শহীদ উন নবী। এটির রচয়িতাও তিনি। দৃক্যের ব্যানারে নির্মিত তিনটি নাটকেই রয়েছেন তানভীর।

অভিনেতা জানালেন, ‘প্রথমবার শুটিং করতে শিলংয়ে এসেছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ রকমের নজরকাড়া। এখানে বাংলাদেশি নাটকের শুটিং খুব কম হয়। তাই দর্শক নাটকের বিভিন্ন দৃশ্যের লোকেশনে বৈচিত্র পাবেন। তাছাড়া তিনটি নাটকের গল্পই অ্যাডভেঞ্জার্স ধাঁচের। এরমধ্যে বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি, থ্রিলার, হরর, প্রেম ভরপুর থাকবে। নির্মাতারাও বেশ মেধাবী।’

তানভীর আরও বলেন, ‘যাদের সঙ্গে শুটিংয়ে যাচ্ছি, তারা সকলেই আমার পুরনো বন্ধু। অনেকদিন পর একসঙ্গে নতুন কোনো জায়গায় শুটিং করতে যাচ্ছি। কাজ, আড্ডা সবকিছুই হবে জমজমাট।’ নাটকগুলোতে তানভীরের সহশিল্পীরা হলেন মিশু সাব্বির, কল্যাণ কোরাইয়া, এফ এস নাঈম, অর্ষা, সানজিদা তন্ময় ও মুকিত জাকারিয়া প্রমুখ।

ঢাকা টাইমস/১১ নভেম্বর/আরআই/এএইচ