কুমিল্লার মামলায় খালেদার জামিনের আদেশ হয়নি

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৬:৫৫ | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৮, ১৬:৪৮

কুমিল্লার চৌদ্দগ্রামের জগমহরপুর নৈশকোচে পেট্রল বোমা মেরে আটজন পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। তবে আদেশ হয়নি। নথিপত্র যাচাই করে পরবর্তীতে আদেশ দেয়া হবে। শুনানি শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু।

রবিবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আবদুর রহিমের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। মামলায় রাষ্ট্রপক্ষ অতিরিক্ত সময় আবেদন করেন। উভয় পক্ষের আইজীবীদের বক্তব্য শেষে শুনানির আদেশ পরে দেয়া হবে বলে জানিয়েছেন বিজ্ঞ বিচারক।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রাম জগমোহনপুরে একটি বাসে পেট্রল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটযাত্রী দগ্ধ হয়ে মারা যান। আহত হন ২০ জন।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে ৭৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয় নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়।

খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

ঢাকাটাইমস/১১নভেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :