মাশরাফিকে অধিনায়ক হিসাবেই দেখি: তামিম

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৮, ১৭:৩৯

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মনোনয়ন ফরম কেনার পর রাজনীতির মাঠে মাশরাফি একটি নতুন নাম। এটি তার নতুন পরিচয়। তবে রাজনীনিতে মাশরাফির নতুন পরিচয় হলেও সতীর্থ তামিমের কাছে একজন অধিনায়কই হিসেবেই থাকবেন তিনি। রবিবার মিরপুরে একাডেমি মাঠে এমনটাই জানান দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

রবিবার দুপুর দেড়টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম কেনেন মাশরাফি। সব ঠিক থাকলে আগামী ২৩ ডিসেম্বর দেশসেরা এই অধিনায়ক তার জন্মভূমি নড়াইল-২ আসনে নৌকা প্রতীক নিয়ে ভোটের লড়াই করবেন।

মাশরাফির নির্বাচনে আসার বিষয়ে তামিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যেহেতু এটা ক্রিকেটের বাইরের একটা বিষয়। তাই এই বিষয়ে আমার কিছু না বলাই ভালো। তবে ড্রেসিংরুমে মাশরাফি বিন মর্তুজা আমার কাছে একজন অধিনায়ক। আমি তাকে সেই হিসাবেই দেখতে চাই।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে দারুণ ছন্দে ফিরেছে বাংলাদেশ। শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়লেও পরে মুশফিক-মুমিনুলের ব্যাটে ভালোভাবেই দিন পার করেছে টাইগাররা। মিরপুর টেস্ট নিয়ে তামিম বলেন, ‘আমার মনে হয়, প্রথম দুই ঘণ্টা উইকেট বেশ কঠিন ছিল। শুরুটা আমরা খুব একটা ভালো করতে পারিনি। তবে পরে মুশফিক আর মুমিনুল যেভাবে লড়াই করেছে সেটারই ফল দিন শেষে পেয়েছে তারা। আপনি দেখেন এখন উইকেট খুব সহজ হয়ে গেছে, রান আসছে। দিন শেষে এটাই টেস্ট ক্রিকেট। আপনি অনেকক্ষণ কষ্ট করবেন এবং একটা সময় তার ফল পাবেন।’

গতকাল রানে ফিরেছেন দীর্ঘ আট ইনিংসে ব্যর্থ মুমিনুল। মুমিনুলের এই ফেরা নিয়ে বেশ খুশি তামিম। মুমিনুল ইস্যুতে তামিম বলেন, ‘মুমিনুলের জন্য আমি খুব খুশি। আমি জানি মুমিনুল কতটা কষ্ট করে। মুশফিক যে কষ্ট করে সেটা আমরা সবাই জানি। কিন্তু মুমনিুলের বিষয়টা সবাই জানে না। সে আসলেই অনেক কষ্ট করে। তার জন্য ব্যক্তিগতভাবে আমি খুব খুশি।’

(ঢাকাটাইমস/১১ নভেম্বর/এইচএ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

যুক্তরাষ্ট্রের ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল

আইপিএলে মুস্তাফিজের পরবর্তী ম্যাচ কবে, কখন

নিউজিল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ শান্তর!

এই বিভাগের সব খবর

শিরোনাম :