শিক্ষক নাজমুলকে আলফাডাঙ্গা যুব সমিতির সহায়তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২০:২৫ | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৮, ১৮:৩৪

ব্রেন স্ট্রোকে আক্রান্ত স্কুল শিক্ষক নাজমুল ইসলামের পাশে দাঁড়িয়েছে আলফাডাঙ্গা যুব উন্নয়ন সমিতি ঢাকা।

সমিতির পক্ষে আহ্বায়ক মফিদুল হক তুষার এবং সদস্য সচিব তাজমিনূর রহমান তুহিন রবিবার স্কুল শিক্ষকের বড়ভাই নজরুল ইসলামের হাতে আর্থিক সাহায্য হিসেবে চেক তুলে দেন।

এ সময় সমিতির সদস্য সচিব তাজমিনূর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম এবং আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন উপস্থিত ছিলেন।

আলফাডাঙ্গা উপজেলার চাপুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পানাইল গ্রামের বাসিন্দা আনোয়ার মিয়ার ছেলে নাজমুল গত ৪ অক্টোবর ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন।রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তার ব্রেনে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হলেও আশঙ্কামুক্ত নয়। কখনো কখনো স্মৃতিশক্তি ফিরে পাচ্ছেন এবং কথা বলতে পারছেন।

আলফাডাঙ্গা যুব উন্নয়ন সমিতি, ঢাকা-এর আহ্বায়ক ও সদস্য সচিব জানান, এই সমিতি সর্বদা আলফাডাঙ্গার হতদরিদ্র মানুষের পাশে থেকে সেবা করে যাবে। সমিতির সদস্য, বন্ধু-বান্ধব, দেশ এবং বিদেশ থেকে নাজমুলের চিকিৎসার জন্য যারা অর্থ পাঠিয়েছেন এবং খোঁজ-খবর নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আহ্বায়ক ও সদস্য সচিব।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :