রাজধানীতে ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ১৯:০৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময়ে তাদের কাছ থেকে দুইটি চাকু, দুইটি ব্লাড এবং তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ খবর জানিয়েছে। এর আগে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন সোহাগ (৩০), মো. আসলাম (২১) এবং মো. সাজ্জাদ হোসেন (২৩)।  

র‌্যাব জানিয়েছে, শনিবার রাত আটটার দিকে মোহাম্মদপুরের শিশুমেলার পশ্চিম পাশে আশা ইউনিভার্সিটি গেইটে ফুটপাতের সামনে কয়েকজন দুষ্কৃতিকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছে এরা।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এএ/জেবি)