শিবচরে ২৪ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৮, ২৩:৪৪

মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরির সঙ্গে ধাক্কা লেগে ২৪জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় ২১জন যাত্রী তীরে উঠতে পারলেও তিন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।

রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শামীম মাদবরের মালিকানাধীন একটি স্পিডবোট ২৪জন যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসে। মাঝ নদীতে এসে চলন্ত স্পিডবোটটি একটি ডাম্প ফেরির সাথে ধাক্কা খেয়ে পানিতে ডুবে যায়। সেখানে টহলরত সেনা কর্মকর্তারা ২১জন যাত্রীকে নদী থেকে উদ্ধার করেন। তবে এখনও তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানায়।

নিখোঁজ যাত্রীদের নাম ও পরিচয় যানা যায়নি। ঘটনার পরপরই শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি জাকির হোসেন মোল্লা জানান, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট ডুবির ঘটনায় ২১জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও ৩জন যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজ চলছে।

ঢাকাটাইমস/১১নভেম্বর/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :