চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান বাদল

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৮, ১২:৩২

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

ইতোপূর্বে মিজানুর রহমান বাদল নোয়াখালী জেলার ৯টি উপজেলার মধ্যে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার জন্য জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ‘স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা’ খাতে অনন্য অবদান রাখার জন্য জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

মিজানুর রহমান বাদল ১৯৭২ সালে নোয়াখালীর কাম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সংসার জীবনে তিনি তিন মেয়ে ও দুই ছেলের জনক। তার বাবা মরহুম সিরাজ আলম চৌধুরী তৎকালীন কোম্পানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধের একজন সংগঠক ও প্রভাবশালী নেতা হওয়ার কারণে তৎকালীন গণ-বাহিনী ১৯৭৫ সালের ১২ই জুন তাকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়।

ঢাকাটাইমস/১২নভেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :