ভোট পেছাল এক সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১২:৫৬ | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৮, ১২:৪৬

বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ এক সপ্তাহ পিছিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল।

সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইভিএম মেলা উদ্বোধন করতে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সিইসি তফসিলের বিস্তারিত জানাননি। তবে ২৮ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে বলে জানিয়েছেন।

গত ৮ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৯ নভেম্বর।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চলাকালে বিএনপি নেতৃত্বাধীন জোটসহ বিভিন্ন দলের পক্ষ থেকে নির্বাচন পেছানোর দাবি উঠে। এর পরিপ্রেক্ষিতে রবিবার প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিলাম। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। তাদের কেউ কেউ নির্বাচন পেছানোর বিষয়ে ইসিতে চিঠিও দিয়েছে। তাই সোমবার বসে নির্বাচন পেছানো যায় কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাব।’

(ঢাকাটাইমস/১২নভেম্বর/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

এই বিভাগের সব খবর

শিরোনাম :