অপেক্ষায় থেকে চা বিরতিতে গেলেন মুশফিক

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ১৪:২৪ | আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১৪:৫১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ডাবল সেঞ্চুরির অপেক্ষায় থেকে চা বিরতিতে গেলেন মুশফিকুর রহিম। বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ১৯৫ রান করে অপরাজিত রয়েছেন তিনি। আর পাঁচ রান করলে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসাবে টেস্টে দুইটি ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব গড়বেন মুশফিক। মুশফিকের সঙ্গে ৪০ রান করে অপরাজিত রয়েছেন মেহেদী হাসান মিরাজ। চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ সাত উইকেটে ৪৭০ রান।

মিরপুরে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। রবিবার টস জিতে ব্যাট করতে নামে টাইগাররা। পাঁচ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। গতকাল মুমিনুল হক ১৬১ রান করে আউট হয়েছিলেন।

আজ দিনের প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। দ্বিতীয় সেশনে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল হক। রিয়াদ করেন ৩৬ রান। আরিফুল করেন ৪ রান।

জিম্বাবুয়ে আজ দিনের শুরুতেই ধাক্কা খেয়েছে। আজ দিনের দশম ওভারের তৃতীয় ডেলিভারিটি করার সময় চোট পান জিম্বাবুয়ের পেসার টেন্ডাই সাতারা। পরে ওভার অসমাপ্ত রেখে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে দারুণ বোলিং করা তাকে।

(ঢাকাটাইমস/১২ নভেম্বর/এসইউএল)