হাত-পা বাঁধা লাশ ধানক্ষেত থেকে উদ্ধার

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৮:০২ | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৮, ১৭:১২

মাগুরায় শহরের বরুনাতৈল এলাকা থেকে সেলিম মোল্যা ওরফে হাঙ্ক সেলিম (৩০) নামে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীর লাশ উদ্ধার হয়েছে। সোমবার ভোরে এলাকার একটি ধানক্ষেত থেকে হাত-পা বাধা ও গলা কাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, পুলিশের রেকর্ড অনুযায়ী তার বাড়ি পাশ্ববর্তী ফরিদপুর জেলার মধুখালী থানার ডুমাইন গ্রামে। তিনি ওই গ্রামের জাফর মোল্যার ছেলে। সেলিম তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে মধুখালীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। তার বাবা জাফর মোল্যা পুলিশের একজন তালিকাভুক্ত অপরাধী ছিলেন। কিছুদিন আগে স্থানীয় মধুখালী পুলিশের সাথে জাফর মোল্যা বন্দুকযুদ্ধে নিহত হন।

পুলিশের ধারণা অপরাধ জগতের প্রতিপক্ষ একটি গ্রুপ তাকে হত্যা করে লাশ বরুনাতৈল এলাকায় ফেলে গেছে।

স্থানীয় ডুমাইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম জানান, নিহত সেলিম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বাবা জাফর মোল্যা ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন। কয়েক বছর আগে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিনি মারা যায়। সেলিম ভারতীয় হাঙ্ক মোটরসাইকেল চালানোর কারণে এলাকায় হাঙ্ক সেলিম নামে পরিচিত ছিলেন।

ঢাকাটাইমস/১২নভেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :