ভারতে পাচারকালে শিশুসহ আটক ২৪

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ১৭:১৫

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস

অবৈধপথে ভারতে পাচারকালে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে শিশুসহ ২৪ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। তবে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার সকালে পুটখালী গ্রামের মাঠের মধ্য থেকে তাদেরকে আটক করে বিজিবি। আটককৃতদের বাড়ি চট্রগ্রাম, খুলনা, ফরিদপুর, বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, পুটখালি সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক নারী শিশু পাচার হয়ে ভারতে যাচ্ছে। এম গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা পুটখালি সীমান্তে অভিযান চালায়। এসময় ১৪ জন পুরুষ, ৭ নারী ও ৩ তিন শিশুকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রহিমা খাতুন বলেন, একটি দালাল চক্র অর্থের বিনিময়ে আমাদের ভারতে পাচার করছিল। তবে বিজিবির উপস্তিতি টের পেয়ে পালিয়ে যায় দালালরা। 

আটক নারী-শিশুদের নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ঢাকাটাইমস/১২নভেম্বর/প্রতিনিধি/ওআর