‘মিরাজ একজন প্রাণবন্ত সঙ্গী’

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ১৯:২১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

মিরপুরে সাদা পোশাকে রেকর্ড গড়ে ক্যারিয়ার সেরা ইনিংসটি খেললেন মুশফিকুর রহিম। আর এই রেকর্ডময় ডাবল সেঞ্চুরি করতে তাকে সঙ্গ দেন উঠতি স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গড়েন ১৪৪ রানের অনবদ্য জুটি। তার সঙ্গ পেয়েই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন মুশফিক। নিজের কীর্তির জন্য সতীর্থের প্রশংসা করতে ভুল করেননি তিনি।

সোমবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘মিরাজের সঙ্গে ব্যাটিং আমি সব সময় উপভোগ করি। ও প্রাণবন্ত একজন সঙ্গী। বেশ মজার চরিত্র। ওর মতো একজন খেলোয়াড় মাঠে থাকা সব সময়ই উপভোগ্য। ও আমাকে যেভাবে বোঝাচ্ছিল মনে হচ্ছিল, ও দুইশ রানে ব্যাট করছে, আমি মাত্র ক্রিজে এসেছি। আমি সব সময়ই বলি, ওর মাঝে অমিত সম্ভাবনা আছে। ওর মনোযোগ আর প্রত্যয় ওর সবচেয়ে বড় ব্যাপার। অনেক সময় হয়তো বাজে শটে আউট হয়ে যায় কিন্তু আজকে যেভাবে ব্যাটিং করেছে তাতে ও আগামী দিনে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে।’

মিরাজ শুধু দৃঢ়তাপূর্ণ ব্যাটিংই নয়, খেলেছেন ক্যারিয়ারের সেরা ইনিংসটিও। ১৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এর আগে একটি মাত্র হাফ সেঞ্চুরি রয়েছে তার। এবার খেললেন ৬৮ রানের ইনিংস। ১০২ বলে খেলা ৬৮ রানের ইনিংসটিতে ৫টি বাউন্ডারি এবং ১টি ছক্কা ছিল। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন মিরাজ। রিয়াদের ফেরার পর দ্রুত আরিফুল হকের উইকেট হারালে মিরাজকেই সঙ্গী হিসেবে চেয়েছিলেন মুশফিক। ম্যাচ চলাকালীন তাকে বলেও ছিলেন, মিরাজ যেন শেষ পর্যন্ত ক্রিজে থাকে। মুশফিকের চোখে মিরাজ কেবল মজার মানুষ নন, চাপ সামলাতেও অভিজ্ঞ, ‘‘মিরাজ সবই জানে। একটা দূরের বল খেললে বলে ‘ভাই আমি তো দূরের বল খেলে দিসি।’ আমি বলি, তুই তো জানিস, তাও কেন খেলিস। ও খুব মজার ছেলে। ওর সাথে ব্যাটিং করতে আমার সব সময়ই আনন্দ লাগে।’’

মিরাজের আগের ফিফটিও এসেছিল মুশফিকের সাহচর্যে। বিষয়টি উল্লেখ করে মুশফিক বলেছেন, ‘একটা ব্যাপার ভালো লাগছে, টেস্টে ওর দুইটা ফিফটি, দুইবারই ওর সাথে আমি ক্রিজে ছিলাম। আর একটা ও মিস করেছে। গলে (শ্রীলংকার বিপক্ষে) আমাদের প্রথম টেস্টে মনে হয় ৪৫ রান করেছিল। ওই ম্যাচে আমার একশ মিস হয় ওর কারণে। কারণ, ও আউট হয়ে যাওয়ার পর আমি আর কোনো পার্টনার পাইনি। আজকে ওকে বলছিলাম, আমার দুইশ হওয়া পর্যন্ত অন্তত তুই থাকিস।’

(ঢাকাটাইমস/১২ নভেম্বর/এইচএ)