বাহরাইনে ‘জাতীয় সংহতি দিবস’ পালন

বাহরাইন প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৮, ২২:০৮

বাহরাইনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে কেন্দ্রীয় শ্রমিক দল।

শুক্রবার সন্ধ্যায় রাজধানী মানামার নিমরা রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি জিএম মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও বাহারাইন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুমন শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাহারাইন বিএনপির কেন্দ্রীয় কমিটি সভাপতি জাহাঙ্গীর তরফদার।

প্রধান বক্তা ছিলেন বাহারাইন বিএনপির কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান মিয়া, গেস্ট অফ অনার বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক আব্দুল গনি মজুমদার।

বক্তারা বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সকল নেতাকর্মীর ঐক্যবদ্ধ আন্দোলনে এ অবৈধ সরকারের পতনের মধ্যদিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

বক্তারা আরো বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ এ সরকারকে ব্যালটের মাধ্যমেই উচিত শিক্ষা দেবে।’

তারা আরো বলেন, ‘একের পর এক মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে সরকার আটকে রেখেছে।’

খালেদা জিয়ার সুচিকিৎসা এবং অনতি বিলম্বে মুক্তি দিতে সরকারকে আহবান জানান বক্তারা।

এ সময় আরো বক্তব্য রাখেন বাহারাইন কেন্দ্রীয় কমিটি বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, সহ-সভাপতি আবুল হাশেম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বসির আহমেদ, যুবদলের সভাপতি আলাউদ্দিন গাজী, সহ-সভাপতি মুক্তার আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক মহিন উদ্দিন, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, মানামা মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, যুবনেতা সালেহ উদ্দিন, যুবনেতা ফখরুল যুবনেতা খোকন, মানামা মহানগর বিএনপির প্রচার সম্পাদক আবু সায়েম, সাংস্কৃতিক দলের সভাপতি মনির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক হৃদয় মির্জা সাংস্কৃতিক দলের সহ-সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি মাইন উদ্দিন, প্রচার সম্পাদক ইয়াসিন বেপারী প্রমুখ।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :