রূপগঞ্জে মাদ্রাসাছাত্রীদের বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৮, ২২:৪৮

নারায়গঞ্জের রূপগঞ্জে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে প্রতিবাদ র‌্যালি করে অন্য শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে উপজেলার তারাবোর বিশ্বরোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ প্রতিবাদ র‌্যালি বের হয়। এসময় ওই সড়কে প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

এর আগে, উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া এলাকার পারভেজ নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে উঠিয়ে নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেন।

প্রতিবাদ র‌্যালিতে বক্তব্য রাখেন, নোয়াপাড়া ইসলামিয়া মহিলা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম, কাউন্সিলর আনোয়ার হোসেন, রুহুল আমিন ফারাজী, সুলতানা পারভীন, আমজাদ হোসেন, আয়ুব আলী প্রমুখ।

বক্তারা বলেন, লম্পট পারভেজকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়।

(ঢাকাটাইমস/১২প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :