জাপার সালমার ছেলে মনোনয়ন চান আ.লীগের

নিজস্ব প্রতিবেদক
| আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২৩:২৭ | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৮, ২৩:০৩

মহাজোট রাজনীতির জটিল এক সমীকরণ মাথায় রেখে এবার রাজনীতিতে নামছেন জাতীয় পার্টির সংসদ সদস্য সালমা ইসলামের ছেলে শামীম ইসলাম। মনোনয়ন চাইছেন আওয়ামী লীগের। তার এই মনোনয়ন চাওয়ার পেছনেও মায়ের ইচ্ছা কাজ করছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের এই ছেলে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপটির পরিচালকও।

সালমা ইসলাম ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের এমপি। আর শামীম ইসলাম ভোট করতে চান ঢাকা-১১ ( বাড্ডা ) আসনে। ফের লাঙ্গল প্রতীকের প্রার্থী হতে রবিবার জাপার মনোনয়ন ফরম কেনেন সালমা। সোমবার তার ছেলে নৌকা প্রতীকের প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে জমা দেন।

সালমা দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মান্নান খানকে হারিয়ে নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের ‘নির্বাচনকালীন’ সরকারের প্রতিমন্ত্রী ছিলেন সালমা। মহাজোটের শরিক জাতীয় পার্টি ও আওয়ামী লীগ সমঝোতার ভিত্তিতে সেবার নির্বাচন করলেও ঢাকা-১ আসনে দুজনেই শেষ পর্যন্ত লড়ে যান।

বিএনপি সর্বশেষ ভোট বর্জন করলেও এবারের একাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিরও জোট বেঁধে নির্বাচনের কথা রয়েছে।

এবার সালমার আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন দলের সভানেত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

অন্যদিকে ঢাকা-১১ আসনের বর্তমান সংসদ সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহ। এবারও মনোনয়ন চাইছেন প্রভাবশালী এই আওয়ামী লীগার। এই আসনেই আবার জাতীয় পার্টির প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সল চিশতি।

জটিল এই রাজনৈতিক সমীকরণে

পরিবার থেকে সংসদে প্রতিনিধিত্ব রাখার প্রয়াসে তাই ছেলেকে দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন চাইয়েছেন সালমাই- এমনটাই জানাচ্ছে পারিবারিক ও রাজনৈতিক সূত্রগুলো।

(ঢাকা টাইমস/১২নভেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

যুবদলের নতুন কমিটির দাবিতে সাবেক নেতাদের  মিছিল 

খুলনায় গির্জায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিএনপি নেতা বকুলের সহায়তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :