বিশ্বকাপে সালমাদের টানা দ্বিতীয় হার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৮, ১২:৫৮

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জাজনক পরাজয়ের পর ইংল্যান্ডের বিপক্ষেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সোমবার রাতে সেইন্ট লুসিয়াতে অনুষ্ঠিত ম্যাচটিতে বৃষ্টি আইনে সাত উইকেটে হারে বাংলাদেশ। টানা দুই হারের পর পয়েন্ট টেবিলে ‘এ’ গ্রুপে সবার নিচে রয়েছে সালমা খাতুনের দল। দুই ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড।

ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৭৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার আয়েশা রহমান। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন জাহানারা আলম। ১০ রান করেন রুমানা আহমেদ। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। ইংলিশ বোলারদের মধ্যে চার ওভারে ১৬ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন ক্রিস্টি গর্ডন। এছাড়া নাটালি স্কিভার ১টি, আনয়া শ্রুবসোল ১টি, লিনসে স্মিথ ১টি ও সোফি এক্লেস্টোন ১টি করে উইকেট শিকার করেন।

পরে বৃষ্টি আইনে ৯.৩ ওভারে সাত উইকেট হাতে রেখে জয় পায় ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করে অপরাজিত থাকেন অ্যামি জোনস। নাটালি স্কিভার করেন ২৩ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সালমা খাতুন তিন ওভারে ১৭ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন। দুই ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট শিকার করেন খাদিজা তুল কুবরা।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬০ রানে হেরেছিল বাংলাদেশ। বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের আর দুইটি ম্যাচ রয়েছে। আগামী ১৪ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ও ১৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবেন সালমা খাতুন-জাহানারা আলমরা।

সংক্ষিপ্ত স্কোর

ফল: সাত উইকেটে জয়ী ইংল্যান্ড নারী দল।

বাংলাদেশ নারী দল: ৭৬/৯ (২০ ওভার)

(শামীমা সুলতানা ০, আয়েশা রহমান ৩৯, ফারজানা হক ০, নিগার সুলতানা ০, রুমানা আহমেদ ১০, সানজিদা ইসলাম ০, লতা ম-ল ৫, জাহানারা আলম ১২, ফাহিমা খাতুন ২, সালমা খাতুন ৩*, খাদিজা তুল কুবরা ২*; নাটালি স্কিভার ১/৭, আনয়া শ্রুবসোল ১/১৪, লিনসে স্মিথ ১/১৭, ক্রিস্টি গর্ডন ৩/১৬, সোফি এক্লেস্টোন ১/২০, হিদার নাইট ০/২)।

ইংল্যান্ড নারী দল: (লক্ষ্য ১৬ ওভারে ৬৪ রান), ৬৪/৩ (৯.৩ ওভার)

(ড্যানিয়েল ওয়াট ০, ট্যামি বিউমন্ট ২, অ্যামি জোন্স ২৮*, নাটলি স্কিভার ২৩, হিদার নাইট ১১*; সালমা খাতুন ২/১৭, রুমানা আহমেদ ০/২২, খাদিজা তুল কুবরা ১/১৩, ফাহিমা খাতুন ০/৯, জাহানারা আলম ০/৩)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: ক্রিস্টি গর্ডন (ইংল্যান্ড)।

(ঢাকাটাইমস/১৩ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :