লাঞ্চের পর তাইজুলের জোড়া আঘাত

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৮, ১৩:১৯

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

লাঞ্চ বিরতি থেকে ফিরে জোড়া আঘাত হানলেন তাইজুল ইসলাম। ইনিংসের ৫১তম ওভারে জিম্বাবুয়ের দলীয় রান যখন ১২৯ তখন শন উইলিয়ামসকে বোল্ড করেন তাইজুল। এরপর ৫৫তম ওভারে সিকান্দার রাজাকেও বোল্ড করেন তিনি। শন উইলিয়ামস করেন ১১ রান। কিন্তু সিকান্দার রাজা রানের খাতা খুলতে পারেননি।

দলীয় ৯৬ রানে আউট হয়েছিলেন ব্রায়ান চারি। এরপর ব্রেন্ডন টেইলরের সঙ্গে প্রতিরাধ গড়ার চেষ্টার করেন শন উইলিয়ামস। চতুর্থ উইকেট জুটিতে ৩৩ রানের পার্টনারশিপ করেন তারা। লাঞ্চ বিরতি থেকে ফিরে এই জুটি ভাঙেন তাইজুল। উইলিয়ামস ফিরে গেলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্রেন্ডন টেইলর অপরাজিত রয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ পাঁচ উইকেটে ১৩৬ রান।

মিরপুর টেস্টের আজ তৃতীয় দিন। গতকাল প্রথম ইনিংস শেষ হয়েছিল বাংলাদেশের। সাত উইকেটে ৫২২ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছিল টাইগাররা। এরপর জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে এক উইকেটে ২৫ রান সংগ্রহ করে দিন শেষ করে।

আজ দিনের প্রথম সেশনে দুইটি উইকেট শিকার করে বাংলাদেশ। ডোনাল্ড তিরিপানোকে ফেরান তাইজুল ইসলাম। আর ব্রায়ান চারিকে ফেরান মেহেদী হাসান মিরাজ।

(ঢাকাটাইমস/১৩ নভেম্বর/এইচএ/এসইউএল)