আ.লীগ-বিএনপির বিরুদ্ধে রাজনীতি করিনি: মাহী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৮, ১৬:৫৪

বিকল্পধারা আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে কখনো রাজনীতি করেনি বলে দাবি করেছেন দলটির প্রেসিডিয়ামের সদস্য মাহী বি চৌধুরী। বিএনপির সাবেক এই সাংসদ জানান, বিকল্পধারা সবসময় বাংলাদেশের পক্ষে রাজনীতি করে।

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে এক অনানুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

মাহী বি চৌধুরী বলেন, ‘আমরা বিএনপির সাথে আলোচনা করেছিলাম, বসেছিলাম। আমরা মন থেকে চেয়েছিলাম জিয়াউর রহমানের দল জামায়াতকে ছুড়ে ফেলে দিতে পারবে। তারা (বিএনপি) জামায়াতের সঙ্গে যে আত্মার সম্পর্ক তৈরি করেছে তা থেকে বেরিয়ে আসতে পারেনি। সেটা তাদের জন্য দুঃখজনক, বাংলাদেশের জন্য দুঃখজনক।’

মাহী বলেন, ‘১৪ দলে আসছি এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, আমরা মহাজোট করবো। আজকে একটা অনানুষ্ঠানিক আলোচনা করেছি। গত কয়েক দিন ধরে আমাদের দলের মহাসচিব মেজর (অব.) মান্নান সাহেবের সঙ্গে ওবায়দুল কাদের সাহেবের টেলিফোনে যোগাযোগ, কথা হয়েছে। সে আলাপের পরিপ্রেক্ষিতে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে বিরোধী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে নিয়ে একটি সুন্দর নির্বাচন করা যায়, বাংলাদেশের পক্ষের মানুষ যেন বিজয় অর্জন করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিকল্পধারার এই নেতা বলেন, ‘আমরা নির্বাচনে আসছি এটা নিশ্চিত। জোটগতভাবেও অসম্ভব নয়-এতটুকু বলবো। আনুষ্ঠানিক প্রক্রিয়ার আগে এ বিষয় নিয়ে খুলে বলা যাবে না। খুব শিগগিরই যুক্তফ্রণ্ট ও ১৪ দল একটি আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে।’

এখানে প্রার্থিতা নিয়ে কোনো আলোচনা করেছেন কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে এখানে আমাদের কোনো আলোচনা হয়নি। আমরা সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। দেশের রাজনীতির স্বার্থে বৃহত্তর জোট করা সম্ভব কী না সেটা নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের প্রত্যাশার কথা বলেছি। মহাজোট সম্প্রসারণ নিয়ে আলোচনা হতেই পারে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কবে আলোচনা হতে পারে- সে বিষয়ে আলোচনা হয়েছে।’

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :