‘মনোনয়ন পাই কিনা ঠিক নাই’

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৮, ২২:৩৩ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ২৩:০৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগের এমপি একেএম শামীম ওসমান তার মনোনয়ন পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘মনোনয়ন পাই কিনা ঠিক নাই।’

মঙ্গলবার বিকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লাকীবাজার এলাকায় আওয়ামী লীগের কর্মী সভায় তিনি এ সংশয় প্রকাশ করেন।

শামীম ওসমান বলেন, ‘নির্বাচন পর্যন্ত বাচি কিনা ঠিক নাই। মনোনয়ন পাই কিনা ঠিক নাই। আগে পাই, তারপর দেখা যাবে। তবে মনোনয়ন পেলে আমার একটা আবদার থাকবে সেটা হলো আপনারা নিজের লোকের মত আমার জন্য কাজ করবেন। আমার ভোটের প্রয়োজন নাই। আপনারা কেবল আমার জন্য কাজ করবেন।’

অনুষ্ঠানে আরো ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু ভূইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, সভাপতি আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/এলএ)