খালেদার সাজার বিরুদ্ধে আপিল করছে বিএনপি

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:২৭ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০০:৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
হাসপতাল থেকে কারাগারে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া সাজার বিরুদ্ধে আপিল এবং জামিন চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলীয় প্রধানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রচারে অংশগ্রহণের সুযোগ পেতেই এই সিদ্ধান্ত নিয়েছে দলটি।

মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। বৈঠকে বিএনপির শীর্ষ নেতা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আইনিভাবে মোকাবেলার সিদ্ধান্ত হয়েছে। আগামী একাদশ নির্বাচনে দলীয় প্রধান যেন অংশ নিতে পারেন সে লক্ষ্যেই এই আইনি সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের আনজীবী সানাউল্লাহ মিয়া ঢাকাটাইমসকে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসনকে মোট ১৭ বছরের সাজা দেয় পৃথক আদালত। যার ফলে তার নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই সেই সাজার বিরুদ্ধে আমরা আইনগত দিক নিয়ে আলোচনা করেছি। বৈঠকে সাজার বিরুদ্ধে আপিল ও জামিন চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। তাছাড়া ম্যাডামের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও আলোচনা হয়েছে।

সানাউল্লাহ মিয়া বলেন, আসলে এটি আমাদের নিয়মিত দায়িত্ব, সেটাই পালন করছি। আগামী নির্বাচনে খালেদা জিয়া যেন অংশগ্রহণ করতে পারেন সেই লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলা স্থায়ী কমিটির এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, এজে মোহাম্মদ আলী, এম মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/বিইউ/জেবি)