গোপালগঞ্জে ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ১২:২২ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ১২:২৬

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার পাতানো বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে রাজীব বিশ্বাস (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের আন্ধারকোটা গ্রামের একটি জমির পাশ থেকে ওই কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজীব বিশ্বাস ওই গ্রামের খোকন বিশ্বাসের ছেলে।
এলাকা ও কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান জানান, সিংগা ইউনিয়নের আন্ধারকোটা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ব্রজেন নাথ বিশ্বাস ধান বীজ তলায় ইঁদুর মারা জন্য জিআই তার দিয়ে তার জমিতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন।
মঙ্গলবার রাতে রাজীব বিশ্বাস নিজ জমিতে সার দিয়ে বাড়ি ফেরার পথে ওই বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বুধবার সকালে এলাকাবাসী রাজীবের মৃতদেহ জমিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঢাকাটাইমস/১৪নভেম্বর/প্রতিনিধি/ওআর