পুলিশ-বিএনপি সংঘর্ষে নয়াপল্টন রণক্ষেত্র

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ১৩:৪৩ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ১৪:০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা। ধাওয়া-পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়েছে নয়াপল্টন এলাকা। এতে দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেয়া হয়েছে।

জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি কেন্দ্র করে দলটির নয়াপল্টনের কার্যালয়ের সামনে সড়কে ভিড় করছিলেন বিএনপি নেতাকর্মীরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছিল। পুলিশ সড়ক খালি করার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে প্রার্থী দিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি করছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় দিনের মতো চলছে মনোনয়ন ফরম বিক্রি।

ঢাকাটাইমস/১৪নভেম্বর/এমআর