নৌযানের আঘাতে ফের ডলফিনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৮, ১৫:৫৬

দক্ষিণ এশিয়ার কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে আরও একটি ডলফিন মারা গেছে। এ নিয়ে গত এক বছরে মোট ১৯টি ডলফিন মারা পড়ল। বুধবার পাওয়া মৃত ডলফিনটিও বড় নৌযানের আঘাতে মারা গেছে বলে বিশেজ্ঞরা জানিয়েছেন।

হালদা নদীর রাউজান উপজেলার আজিমেরঘাট এলাকায় বুধবার সকালে মৃত ডলফিনটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে। উদ্ধারকারীদের একজন এসএম মুজিব ঢাকা টাইমসকে বলেন, ‘ডলফিনটি কয়েক দিন আগে মারা গেছে। এটি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এর মুখে আঘাতের চিহ্ন আছে।’

হালদা নদী বিশেষজ্ঞ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘ডলফিনটি কয়েকদিন আগেই মারা গেছে। মুখে আঘাত পেয়ে এটির মৃত্যু হয়। হালদায় বেড়ি বাঁধ নির্মাণের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধের ব্লক ও বালি আনতে নদীতে বড় বড় নৌযান চলছে। নৌযানের আঘাতেই ডলফিন মারা গেছে।’

গত বছরের সেপ্টেম্বর থেকে হালদায় ড্রেজারের আঘাতে ডলফিন মরতে শুরু করে। পরে সরকার নদীতে ড্রেজার চলাচল নিষিদ্ধ করে। চলতি বছরের এপ্রিলে নদী থেকে বালি উত্তোলন বন্ধ করে দেয়।

মনজুরুল কিবরিয়া বলেন, ‘আগামী জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাঁধের কাজে ব্যবহৃত বড় নৌযানগুলো চলাচল বন্ধ রাখতে বলেছি। তা না হলে নদীতে আরও ডলফিন এবং মা মাছ মারা যাবে।’

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র হালদা নদী গাঙ্গেয় ডলফিনেরও বিচরণ ক্ষেত্র। এই নদীতে দুইশর কিছু বেশি ডলফিন আছে বলে ধারণা করা হয়। এরমধ্যে গত এক বছরে ড্রেজার ও নৌযানের আঘাতে ১৯টি ডলফিন মারা পড়ল।

ঢাকাটাইমস/১৪নভেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :