হার এড়াতে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৮, ১৮:৫৭

মিরপুর টেস্টের শেষ দিন বৃহস্পতিবার। ম্যাচটিতে জিততে জিম্বাবুয়ের প্রয়োজন ৩৬৭ রান। তাদের হাতে আছে আট উইকেট। এই রান সামনে রেখে জিম্বাবুয়ের জয় পাওয়া কঠিন হবে। কিন্তু তারা চেষ্টা করবে ম্যাচটি ড্র করার। বুধবার ম্যাচের চতুর্থ দিন শেষে জিম্বাবুয়ে দলের কোচ লালচাঁদ রাজপুত বলেন, ম্যাচে হার এড়ানোর ব্যাপারে তারা আত্মবিশ্বসী।

লালচাঁদ রাজপুত বলেন, ‘আমরা ইতিবাচক। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। সম্প্রতি আমরা দেখেছি টেস্টে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া কীভাবে হার এড়িয়েছে। দিনের তিনটি সেশন। প্রথম সেশনটি খুবই গুরুত্বপূ। আমরা যদি প্রথম সেশন ভালো করতে পারি আশা করি পরের সেশনগুলোও ভালো হবে। আমাদের জুটি গড়তে হবে। আশা করি কেউ দাঁড়িয়ে যাবে এবং আমরা হার এড়াতে পারব।’

মিরপুরের উইকেট নিয়ে লালচাঁদ রাজপুত বলেন, ‘আসলে আমরা পিচ নিয়ে ভাবছি না। পিচের নিয়ন্ত্রণ আমাদের হাতে না। উইকেটে ইতিবাচক থাকতে হবে। বলের মেরিট অনুযায়ী খেলতে হবে। আমাদের সেশন বাই সেশন খেলতে হবে। উইকেটে টিকে থাকতে হবে, রান করতে হবে।’

তিনি বলেন, ‘আমি মনে করি, নতুন বলে আমরা দারুণ বল করেছি। জারভিস, সাতারা, তিরিপানো অসাধারণ বল করেছে। দুর্ভাগ্য যে, সাতারা ইনজুরিতে পড়েছে। আমাদের স্পিনাররা প্রত্যাশা অনুযায়ী বল করতে পারেনি। কিন্তু প্রথম ম্যাচে তারা ভালো করেছিল। ক্রিকেটে এমনটি ঘটে।’

জিম্বাবুয়ের কোচ বলেন, ‘দিনের প্রথম ঘণ্টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। টেইলর ও উইলিয়ামস যদি ভালো ব্যাট করতে পারে তাহলে বাংলাদেশই চাপে থাকবে।’

বুধবার দিনের শেষ সেশনে বাংলাদেশের দেয়া ৪৪৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে দুই উইকেটে ৭৬ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে জিম্বাবুয়ে। এই ম্যাচে বাংলাদেশের জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১৫১ রানে।

(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :