পাকিস্তানের কাশ্মির দরকার নেই: আফ্রিদি

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ২০:১৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

সরকারের অস্বস্তি বাড়িয়ে বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি। ইমরান খান সরকারের কাশ্মিরের দাবি ছেড়ে দেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে পাকিস্তান সরকারকে তার পরামর্শ, আগে নিজেদের চারটি প্রদেশ ভালোভাবে সামলানোর কথা ভাবুক ইসলামাবাদ। ব্রিটিশ পার্লামেন্টে একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়েই এই মন্তব্য করেন আফ্রিদি।

আফ্রিদির এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে পাকিস্তানে। কারণ ভারত বিরোধিতা এবং কাশ্মিরের অধিকার, এই দু’টি বিষয়ই পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আফ্রিদির মন্তব্য, ‘নিজেদের চারটি প্রদেশই ভালোভাবে সামলাতে পারে না সরকার। সেখানে কাশ্মিরের কী দরকার?’

ব্রিটিশ পার্লামেন্টে আফ্রিদি অবশ্য জানিয়েছেন, ‘আমি চাই না কাশ্মির ভারতেও চলে যাক। এটা একটা স্বাধীন দেশও হতে পারে। ওখানকার মানুষের মৃত্যু আসলে সবার কাছেই বেদনার।’

কাশ্মির ইস্যু নিয়ে এর আগেও বিতর্কিত মন্তব্য করেছিলেন আফ্রিদি। এই বছরের এপ্রিলেই তিনি কাশ্মিরে দমননীতি চালানোর অভিযোগ এনেছিলেন ভারতের বিরুদ্ধে। ২০১৬ সালেও তিনি বলে বসেছিলেন, ক্রিকেট ম্যাচের সময় কাশ্মিরের অধিকাংশ মানুষ আসলে পাকিস্তানকেই সমর্থন করেন। তাই নিয়েও তখন বিতর্ক শুরু হয়েছিল উপমহাদেশ জুড়েই। 

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এসআই)