জয়পুরহাটে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৮, ০০:০৪

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জমিমানা এবং অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বুধবার দুপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জজের বিচারক বেগম মমতাজ পারভীন জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন (৪২) ক্ষেতলাল উপজেলার কানাই পুকুর গ্রামের গোফ্ফার প্রামানিকের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ আগস্ট মোশারফ তার স্ত্রী ক্ষেতলাল উপজেলার ফোঁপড়া গ্রামের মোবারক সাখিদারের মেয়ে তাহেরা বেগম (৩৬) কে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য তার লাশ ঝুলিয়ে রাখে। এ ঘটনায় প্রথমে ক্ষেতলাল থানায় একটি অস্বাভাকি মৃত্যু মামলা দায়ের হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর গত ওই বছরের ২ অক্টোরে ক্ষেতলাল থানার এসআই আব্দুর রশিদ ভদ্র বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ তদন্তের পর এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নজরুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি এবং আসাশি পক্ষে শামসুল ইসলাম।

ঢাকাটাইমস/১৪নভেম্বর/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :